
রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফায়াজ আহমেদ (৪৩) নামে এক পাকিস্তানি নাগরিক মারা গেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমান। তিনি জানান, ফায়াজের মরদেহ গ্রহণের জন্য তার বড় ভাই মো. সেলিম আখতার ইতোমধ্যে পাকিস্তান থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। মরদেহ হস্তান্তরের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।
পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, ফায়াজ চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড এলাকার ভালটেক্স ইন্টারন্যাশন বিডি লিমিটেড নামে একটি মোজার কারখানায় টেকনিশিয়ান হিসেবে চাকরি করতেন। গত ২৪ নভেম্বর শারীরিক অসুস্থতা অনুভব করলে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হন এবং সেখানে স্ট্রোক করেন। অবস্থার অবনতি হলে ২৬ নভেম্বর রাতে তাকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
গুলশান থানার উপপরিদর্শক তৌহিদুর রহমান জানান, এটি স্বাভাবিক মৃত্যু হওয়ায় কোনো সাধারণ ডায়েরি হয়নি। মরদেহ বিদেশে পাঠানোর বিষয়ে পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে পুলিশ। তার ভাইয়ের মাধ্যমে দ্রুতই মরদেহ পাকিস্তানে পাঠানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ফায়াজ আহমেদের পাসপোর্ট ও ভিসার তথ্য অনুযায়ী, চলতি মাসের ১২ তারিখ তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন। ২২ নভেম্বর প্রথম শারীরিক জটিলতা দেখা দেয় এবং ২৪ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। সর্বশেষ তিনি ৩ নভেম্বর পাকিস্তানে গিয়েছিলেন। গত ২৩ সেপ্টেম্বর তিনি বাংলাদেশের মাল্টিপল ভিসা পান।
সিএনআই/২৫