
জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় আজ শনিবার (২৯ নভেম্বর) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পেট্রোবাংলার অঙ্গপ্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময়ে সদর উপজেলার বিজেশ্বর, ভাদুঘর, কাতালকান্দি, কুমারশীল, মেদ্ঢা, নাটাই, গোর্কঘাট, বিরাসার, ঘাটুরা ও আশপাশের এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প–সব শ্রেণির গ্রাহক গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত হবেন।
গ্যাস কর্তৃপক্ষ জানায়, জরুরি প্রযুক্তিগত উন্নয়ন ও সিস্টেম রক্ষণাবেক্ষণের প্রয়োজনে সাময়িকভাবে এই শাটডাউন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এতে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
সিএনআই/২৫