
মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করতে আর স্টেশনে যেতে হবে না। আজ থেকে দেশের যেকোনো স্থান থেকেই র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড অনলাইনে রিচার্জ করা যাবে। ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন পেমেন্ট ব্যবস্থার মাধ্যমেই রিচার্জ সম্ভব।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে আগারগাঁও মেট্রো স্টেশনে এই অনলাইন রিচার্জ সেবার উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল) শেখ মইনউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস। সভাপতিত্ব করেন ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ মইনউদ্দিন বলেন, গণপরিবহনের ডিজিটাল রূপান্তরে এটি একটি বড় অগ্রগতি। যাত্রীরা এখন মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে যেকোনো সময় নিরাপদে কার্ড রিচার্জ করতে পারবেন।
নিখিল কুমার দাস বলেন, ডিজিটাল প্রযুক্তি গণপরিবহনে সুশাসন ও দক্ষতা বাড়াবে। অনলাইন রিচার্জের ফলে যাত্রীরা দ্রুত ও স্বচ্ছ সেবার অভিজ্ঞতা পাবেন। ভবিষ্যতে আরও সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার কাজ চলছে।
নীলিমা আখতার জানান, মেট্রোরেলের ১৬টি স্টেশনে দুটি করে এভিএম (AVM) মেশিন রয়েছে। অনলাইনে রিচার্জ করার পর যাত্রীরা স্টেশনে এভিএম-এ কার্ড ট্যাপ করলেই রিচার্জ নিশ্চিত হবে।
১. প্রথমবার রিচার্জ করতে www.rapidpass.com.bd ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করতে হবে।
২. র্যাপিড পাস কার্ড যদি আগে নিবন্ধন না করা থাকে, সেটিও নিবন্ধন করতে হবে।
৩. যে কোনো অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে রিচার্জ করা যাবে।
৪. রিচার্জ করার পর AVM-এ ট্যাপ না করা পর্যন্ত স্ট্যাটাস Pending থাকবে।
৫. রিচার্জ নিশ্চিত করতে কার্ড AVM মেশিনে ট্যাপ করতে হবে।
৬. সফল রিচার্জের পর মোবাইলে এসএমএস নোটিফিকেশন যাবে।
৭. ন্যূনতম ১০০ টাকা ও সর্বোচ্চ ৫,০০০ টাকা রিচার্জ করা যাবে।
৮. আগের রিচার্জ পেন্ডিং থাকলে নতুন রিচার্জ করা যাবে না।
৯. ব্ল্যাকলিস্টেড, রিফান্ডেড বা অবৈধ কার্ডে রিচার্জ করা যাবে না।
১০. অ্যাপ বা ওয়েবসাইট থেকে রিচার্জ হিস্টরি দেখা যাবে।
ব্যবহারকারী চাইলে AVM-এ ট্যাপের আগে ৭ দিনের মধ্যে রিচার্জ বাতিল করতে পারবেন, তবে এ ক্ষেত্রে ৫% সার্ভিস চার্জ কাটা হবে। কার্ড ব্ল্যাকলিস্টজনিত পেন্ডিং ট্রানজেকশনেও একই নিয়মে রিফান্ড করা যাবে।
সিএনআই/২৫