
নেত্রকোনার নিশ্চিন্তপুর গ্রামে চাঁদা দাবির অভিযোগে সাজিদা আক্তার নামে এক গৃহবধূকে বেধড়ক মারধর করার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাজিদা তার স্বামী শামীম মিয়ার সঙ্গে জেলা সদরের মেদনি ইউনিয়নের নিশ্চিন্তপুরে থাকেন। শামীম মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী।
ঘটনার পর সাজিদা বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সেকান্দর আলী, তার ভাই রুক্কু মিয়া, তাদের ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা।
নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক ওয়াসিম কুমার দাস জানান, প্রাথমিক তদন্তে মারধর ও বাড়িঘর ভাঙার সত্যতা পাওয়া গেছে। আহত সাজিদাকে হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ৩০ অক্টোবর চাঁদা না দেয়ায় সেকান্দর ও তার লোকজন সাজিদার ঘরে হামলা চালিয়ে লুটপাট করে। ভিডিওতে দেখা গেছে, তারা তাকে ঘরের উঁচু জায়গা থেকে খালে ফেলে দিয়ে মারধর করছে।
ভুক্তভোগী জানান, তারা দীর্ঘ বছর ধরে সরকারি বেড়িবাঁধের পাশে অস্থায়ীভাবে বসবাস করছেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে দুই লাখ টাকা চাঁদা দাবি করছিল। হামলার সময় সাজিদার ডান হাতে গুরুতর জখম হয়েছে।
অভিযুক্তদের মধ্যে কেউ দাবি করেন, চাঁদা দাবির বিষয়টি মিথ্যা এবং সাজিদারা বেশি জায়গা দখল করছিল, তাই তারা বাধা দিয়েছেন।
মামলার বিস্তারিত তদন্ত শেষে আদালত সিদ্ধান্ত দেবে।
সিএনআই/২৪