শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে। রোববার (২৩ নভেম্বর) প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদীর স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, ২১ নভেম্বর ২০২৫ তারিখে সংঘটিত ভূমিকম্পে মাধ্যমিক, উচ্চশিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার বিস্তারিত তথ্য ও সচিত্র প্রতিবেদন আগামী সোমবার (২৪ নভেম্বর) জরুরি ভিত্তিতে প্রেরণ করতে হবে। তথ্যগুলো স্ক্যানকপি ও সফটকপি (Excel-Nikosh ফন্ট) আকারে ইমেইলে (deskoneeed@yahoo.com) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, ২৭ নভেম্বরের মধ্যে হার্ড কপি এবং সফট কপি নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে। তথ্যের মধ্যে জেলা-উপজেলার নাম, ক্ষতিগ্রস্ত কক্ষের সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিবরণ অন্তর্ভুক্ত থাকতে হবে। প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য সরবরাহ করবেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার কাছাকাছি এবং দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। সাম্প্রতিক ক্ষয়ক্ষতির হিসাব জানানো গুরুত্বপূর্ণ বলে নির্দেশ দেওয়া হয়েছে।
সিএনআই/২৫
