সৌদি আরবের হাররাত আল-শাকা এলাকার কাছে শনিবার (২২ নভেম্বর) একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা—এসজিএস জানায়, কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৪৩।
গালফ নিউজের সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পটি হাররাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর–পশ্চিমে অনুভূত হয়েছে। এলাকা দুটি সৌদির মদিনা ও তাবুক অঞ্চলের মধ্যবর্তী স্থানে অবস্থিত। হাররাত আল-শাকা দেশটির অন্যতম উল্লেখযোগ্য আগ্নেয় লাভাখেত্র হিসেবেও পরিচিত।
একই দিনে ইরাকে আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯ বলে জানিয়েছে এসজিএস।
সিএনআই/২৫
