
নারায়ণগঞ্জের পঞ্চবটি–মুক্তারপুর এলাকায় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই অঞ্চলে গ্যাস সরবরাহ অস্থায়ীভাবে বন্ধ রয়েছে। রোববার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা আল আমিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিতীয় স্তরের সড়ক নির্মাণকাজ চলাকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের কারণে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আশপাশের এলাকার সব ধরনের গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ রাখতে হয়েছে।
পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর জরুরি প্রতিকার টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে লিকেজ মেরামত কাজ শুরু করেছে। নিরাপত্তা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব গ্যাস সরবরাহ চালু করার জন্য সংশ্লিষ্টরা কাজ করছেন বলেও জানানো হয়।
গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সিএনআই/২৫