
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১,৮৭০ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার দিবাগত রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।
প্রকাশিত আদেশ অনুযায়ী, প্রভাষক পদে থাকা কর্মকর্তাদের (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেড: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা) সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়ে স্ব-স্ব কর্মস্থলে ইনসিটু পদায়ন করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিয়ে পূর্বের দায়িত্বই পালন করবেন।
এছাড়া, পদোন্নতির পর বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সহকারী অধ্যাপকরা ঢাকা অফিসে নয়, নিজ নিজ কর্মস্থলের নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন।
দীর্ঘদিন ধরে শিক্ষা ক্যাডারে পদোন্নতি আটকে থাকায় কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ছিল। সম্প্রতি প্রভাষকরা আন্দোলনে নামার পর অবশেষে তাদের এই বহুল প্রত্যাশিত পদোন্নতি কার্যকর হলো।
সিএনআই/২৫