
আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক আসর শুরুতে বেশি দেরি না থাকলেও এখনো প্রকাশিত হয়নি টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচি। তবে কবে সূচি ঘোষণা করা হবে—এ বিষয়ে এবার পাওয়া গেল স্পষ্ট তথ্য।
পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর প্রকাশ করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণ সূচি। ভারতের মুম্বাইয়ে বিশেষ এক আয়োজনের মধ্য দিয়ে সূচি উন্মোচন করবে আইসিসি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন বেশ কয়েকজন সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটার।
জানা গেছে, টুর্নামেন্টের ১০ম আসর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০ দলের এ প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ফাইনাল হতে পারে আহমেদাবাদ বা কলম্বোতে, তবে পাকিস্তান ফাইনালে উঠলে ভেন্যু চূড়ান্ত নির্ভর করবে সেই পরিস্থিতির ওপর।
এবারের বিশ্বকাপের ফরম্যাট ২০২৪ সালের ওয়েস্ট ইন্ডিজ–যুক্তরাষ্ট্র আসরের মতোই থাকবে। ২০ দলকে ভাগ করা হবে চারটি গ্রুপে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে। সেখানে আবার দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। সেখান থেকে গ্রুপসেরা দুই দল করে মোট চার দল পৌঁছাবে সেমিফাইনালে।
এবার টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে ভারত। ইতোমধ্যে সব ২০ দলই চূড়ান্ত হয়েছে। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কোয়ালিফাই করায় দল নির্ধারণ সম্পন্ন হয়। এশিয়া–ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেষ তিন দল হিসেবে বিশ্বকাপে জায়গা পেয়েছে নেপাল, ওমান ও ইউএই।
সিএনআই/২৫