
হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়তে শুরু করেছে শীতের আমেজ। কয়েক দিন ধরেই এ অঞ্চলে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত শীত বেশ স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। তার আগের দিন বুধবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দাদের মতে, বর্তমানে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ঠান্ডা বেশ প্রকট। ভোরে সূর্য ওঠার পর রোদের কারণে শীত কিছুটা কমে আসে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনের তাপমাত্রা তুলনামূলক স্বাভাবিক থাকে। এরপর আবার হিমেল বাতাস বইতে শুরু করে এবং সন্ধ্যার সঙ্গে বাড়তে থাকে শীতের অনুভূতি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় রেকর্ড হওয়া তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৬১ শতাংশ। তাঁর মতে, হিমালয়ের নিকটবর্তী হওয়ায় তেঁতুলিয়ায় সাধারণত শীত একটু আগেই নামে এবং তাপমাত্রা দ্রুত কমে যায়। সামনে আরও শীত বাড়তে পারে বলেও তিনি জানান।
সিএনআই/২৫