
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে কোনো সরকার এত কিছু অর্জন করতে পারেনি, যতটা অন্তর্বর্তী সরকার এই ১৫ মাসে করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তিনি ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেন।
শফিকুল আলম লিখেছেন, অন্তর্বর্তী সরকারকে অনেকেই দুর্বল প্রশাসন হিসেবে দেখলেও, তারা শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং বিপ্লব-পরবর্তী প্রতিশোধমূলক হামলা বন্ধ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো লবিং ফার্ম ছাড়াই শুল্ক চুক্তি সম্পন্ন হয়েছে।
মাত্র ১৫ মাসে রেকর্ড সংখ্যক আইন পাস করা হয়েছে, যার মধ্যে বিস্তৃত শ্রম সংস্কার আইনও রয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকার একটি ঐতিহাসিক নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা আগামী প্রজন্মের রাজনীতিকে পুনর্গঠন করতে পারে।
শফিকুল আলম বলেন, সুপ্রিম কোর্টের মাধ্যমে নিম্ন আদালতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে, ফলে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা বা জামিনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কঠিন হবে। লালদিয়া টার্মিনাল চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের শিল্প রূপান্তরের ভিত্তি স্থাপন হয়েছে, যা সবচেয়ে বড় ইউরোপীয় বিনিয়োগ।
তিনি আরও বলেন, নতুন পররাষ্ট্রনীতি কাঠামো বাংলাদেশকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রস্থলে নিয়ে এসেছে। অর্থনীতি পুনঃস্থিতিশীল হয়েছে, ব্যাংকিং খাতের লুটপাট রোধ হয়েছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া আদালতের কার্যক্রম অনুযায়ী অতীতের নিপীড়নের জন্য জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়েছে।
র্যাব এখন আইনের অধীনে পরিচালিত হচ্ছে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গত ১৬ মাসে কোনো সাজানো ‘ক্রসফায়ার’ ঘটনার রিপোর্ট পাওয়া যায়নি।
শেষে শফিকুল আলম বলেন, ইতিহাসে এত অল্প সময়ে কোনো সরকার এত কিছু অর্জন করতে পারেনি, যতটা অন্তর্বর্তী সরকার এই পনেরো মাসে করেছে।

সিএনআই/২৫