
চট্টগ্রামের ফটিকছড়িতে ঋণ নিয়ে ধান চাষ করা এক কৃষকের সব পরিশ্রম মুহূর্তেই পুড়ে গেছে দুর্বৃত্তদের লাগানো আগুনে। সাড়ে ৩ লাখ টাকা ঋণ নিয়ে ১২ কানি বর্গা জমিতে আমন ধান চাষ করেছিলেন কৃষক তাপস দে। জমি থেকে কাটা ধান ঘরে তোলার আগেই অন্তত ১০ কানি বা ৪০০ শতকের ধান পুড়িয়ে ছাই করে দেওয়া হয়।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে হারুয়ালছড়ি ইউনিয়নের মহানগর গ্রামে কেশব কুমার বাবুর বাড়ির পাশে। কৃষকের পরিবার জানায়, এনজিও থেকে নেওয়া সাড়ে ৩ লাখ টাকার ঋণ নিয়েই চাষাবাদের খরচ চালানো হয়। ভালো ফলনও হয়েছিল। ধান কেটে মাঠে স্তূপ করে রাখা ছিল। রাত ৩টার দিকে পাহারা দিতে গিয়ে তারা আগুন জ্বলতে দেখেন। ততক্ষণে সব ধান ভস্মীভূত হয়ে যায়।
কৃষক তাপস দে বলেন, “রাতে কয়েকবার জমিতে গিয়ে পাহারা দিয়েছি। কিন্তু চোরাগোপ্তাভাবে আগুন ধরিয়ে সব শেষ করে দিল। কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ দিয়েছি—সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ চাই।” তার স্ত্রী রিংকু রানী দে বলেন, “পরিবারের সবার নামে ঋণ—এভাবে ধান পুড়ে যাওয়ায় আমরা নিঃস্ব হয়ে গেলাম।”
ঘটনার পর সানী দাশ, প্রদীপ কুমার দাশ ও তয়ন দেবের বিরুদ্ধে ভূজপুর থানায় অভিযোগ করা হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, “গরিব পরিবারটি ঋণ করে চাষ করেছে। এ ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক।”
ভূজপুর থানার ওসি মাহাবুবুল আলম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিএনআই/২৫