
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন কুঁড়ি প্রতিযোগিতা শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের এক গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করেছে। এই আয়োজনের মাধ্যমে শিশুরা নিজেদের সৃজনশীলতা ও আত্ম-আবিষ্কারের সুযোগ পাচ্ছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত নতুন কুঁড়ি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, নিয়মিতভাবে এমন আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের প্রতিভা বিকশিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই প্রতিযোগিতা শুধু বিনোদনের নয়, বরং আত্মবিশ্বাস ও জেদ তৈরি করার জায়গা—যা তাদের ভবিষ্যৎ সাফল্যের পথ খুলে দেবে।
তিনি বিচারক, শিক্ষক, অভিভাবক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার মিলিত প্রচেষ্টাতেই এই আয়োজন সফল হয়েছে। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি অংশগ্রহণকারীদেরও উৎসাহ দেন, “অংশগ্রহণই সবচেয়ে বড় অর্জন।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, নতুন কুঁড়ি প্রতিযোগিতা শুধু শিল্প ও সংস্কৃতিতেই নয়, বিজ্ঞান, ব্যবসা, ফ্যাশন ডিজাইন, খাদ্য প্রস্তুতির মতো ক্ষেত্রেও প্রতিভাবান প্রজন্ম গড়ে তুলবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশের হাজারো শিশু অংশ নেয়। নাচ, গান, আবৃত্তি, গল্প বলা, অভিনয়সহ ১২টি বিভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা।
সিএনআই/২৫