
মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বাংলাদেশের গর্ব হয়ে বিশ্বমঞ্চে আলো ছড়াচ্ছেন। তিনি থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
বর্তমানে গ্রুমিং সেশন ও ভোটিং পর্ব চলাকালীন মিথিলা ১২১টি দেশের সুন্দরীদের মধ্যে ৭৩ হাজার ভোটে পঞ্চম স্থানে অবস্থান করছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “আমি কাঁদছি, ৭৩,০০০ ভোটে আমরা বিশ্বের ৫ নম্বরে। সবাইকে ধন্যবাদ জানাতে পারছি না। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি।”
গ্র্যান্ড ফাইনাল ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেটে অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্সে দেশের প্রতিনিধিত্ব করেছেন। মিথিলার এই অর্জন মিস ইউনিভার্স বাংলাদেশের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করল।
সিএনআই/২৫