
রাজধানীর বাড্ডা মধ্য বাড্ডা কমিশনার গলি এলাকার একটি কাঠ ও টিনশেড দ্বিতল ভবনের নিচ থেকে মো. মামুন শিকদার (৩৯) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সকাল মর্যাদায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মামুন পটুয়াখালীর দুমকী থানার আগলি গ্রামের আব্দুল খালেক শিকদারের সন্তান।
বাড্ডা থানার এসআই মো. হাসানুর রহমান জানান, খবর পেয়ে তারা ভোরে মধ্য বাড্ডা কমিশনার গলি খ-১৮৯ নং বিকাশের মেয়ের কাঠ ও টিনের দ্বিতল ভবনের নিচ থেকে মরদেহ উদ্ধার করেন। এরপর আইনি প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে নিহতের থুতনির নিচে এবং গলায় গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্টের পর নিশ্চিত হবে।
সিএনআই/২৫