ইয়াছিন আরাফাত (জেলা প্রতিনিধি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪ টায় সোনাইমুড়ী রেলওয়ে চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন।
পৌরসভা বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিকের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ আলম ফরহাদের সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সদস্য সচিব রেজায়ে রাব্বি মাহবুব।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল গণি পাটোয়ারী মামুন, মাসুদের রহমান, ফখরুল আলম, লুৎফুর রহমান, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জালাল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সিএনআই/২৫