হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ৫৪ রানের বড় পরাজয়ে টুর্নামেন্টের অভিযান শেষ হয়েছে টাইগারদের।
শনিবার (১১ নভেম্বর) টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। কিন্তু বোলাররা শুরু থেকেই খেই হারিয়ে ফেলেন। অজিদের ব্যাটাররা ঝড় তোলেন টাইগার বোলিং আক্রমণে। নির্ধারিত ৬ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার পক্ষে বেন ম্যাকডরমট ১৪ বলে ৮ ছক্কায় ৫১, অধিনায়ক অ্যালেক্স রস ১১ বলে ৫০ (১ চার ও ৭ ছক্কা) এবং উইলিয়াম বসিস্তু ৬ বলে ৩০ রান করেন।
১৫০ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম সারির ব্যাটাররা কেউই বড় স্কোর করতে পারেননি। অধিনায়ক আকবর আলী ফেরেন গোল্ডেন ডাকে, আর হাবিবুর রহমান সোহান ও জিসান আলম দুই বলের বেশি টিকতে পারেননি।
শেষদিকে কিছুটা লড়াই করেন আবু হায়দার রনি। তিনি ১৮ বলে ২ চার ও ৭ ছক্কায় অপরাজিত ৫০ রান করেন। কিন্তু তাতেও পরাজয় এড়ানো যায়নি। নির্ধারিত ৬ ওভারে ৯৫ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
ফলে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।
সিএনআই/২৫