
রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্ট জামিন দিয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেন।
তার আইনজীবী জেড আই খান পান্না জানান, জামিন পাওয়ার পর লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে কোনো বাধা নেই। রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল ও আল আমিন হোসেন।
এর আগে, ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটে (ডিআরইউ) আলোচনায় হট্টগোলের সময় ‘মব হামলার’ ঘটনায় পুলিশ সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীসহ ১৪ জনকে গ্রেপ্তার করে। পরদিন (২৯ আগস্ট) তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
মামলার বিবরণীতে বলা হয়েছে, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত করতে’ গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। এর অংশ হিসেবে ২৮ আগস্ট সকাল ১০টায় একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল।
সিএনআই/২৫