
বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের স্বনির্ভর ও আর্থিকভাবে সমৃদ্ধ করে গড়ে তোলা হবে। নারীর শক্তি দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি— এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া বিএনপির অঙ্গীকার।
শনিবার (১ নভেম্বর) মাগুরার মহম্মদপুর উপজেলার সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা মহিলা দলের আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই জাতীয় উন্নয়ন ও সামাজিক অগ্রযাত্রায় তাদের ভূমিকা অপরিসীম। নারীকে বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় এলে নারীর কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও প্রশিক্ষণের সুযোগ বাড়ানো হবে। পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা ও সহায়তা তহবিল গঠন করা হবে।
তিনি বলেন, বাংলাদেশে নারীশক্তি আজ বিভিন্ন খাতে অবদান রাখছে— মাঠে, অফিসে, কারখানায়, এমনকি ঘরে বসেই নারীরা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। বিএনপি এই শ্রম ও অবদানকে স্বীকৃতি দিতে চায়।
সরকারবিরোধী সমালোচনায় তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। সেই সময়ে নারীরা— মা-বোনেরা— তাদের স্বামী, ভাই ও পরিবারের সদস্যদের রক্ষা করেছেন। তিনি বলেন, “আপনারা আমাদের শক্তি, আমাদের সাহস। বিএনপি ধর্মে বিশ্বাস করে, তাই কারও মিথ্যা প্রোপাগান্ডায় কান দেবেন না।”
নিতাই রায় চৌধুরী আরও বলেন, রাষ্ট্র নারীকে পুরুষের সমানাধিকার দিয়েছে। রাজনীতি থেকে ভোটাধিকার— সব জায়গায় নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন। বিএনপি সরকার সেই অবস্থানকে আরও শক্তিশালী করবে। নারীর শিক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাধীনতার জন্য পৃথক নীতি প্রণয়ন করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক রওশনা আরা ইয়াসমিন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা দলের সদস্য সচিব সুলতানা রউফুন্নাহার রঞ্জু।
এ সময় আরও বক্তব্য দেন জেলা বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট খাঁন রোকনুজ্জামান, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমুর আলী মৃধা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, দেশের উন্নয়নে নারীর ভূমিকা অনস্বীকার্য। বিএনপি ক্ষমতায় গেলে নারী উন্নয়ন ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেবে, যাতে প্রতিটি নারী নিজেকে স্বনির্ভর ও মর্যাদাবান নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।
সিএনআই/২৫