রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের ভাই বড়ো টুনটুনকে র্যাব-২ গ্রেপ্তার করেছে।
সোমবার (২৯ অক্টোবর) রাত দেড়টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, টুনটুন বুনিয়া সোহেলের বড় ভাই এবং জেনেভা ক্যাম্পে দীর্ঘদিন অস্ত্র ও মাদক ব্যবসায় সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে ৬-৭টি হত্যা মামলা সহ প্রায় ২০টি মামলার অভিযোগ রয়েছে।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শামসুল ইসলাম জানান, অভিযানের সময় তার কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
শামসুল ইসলাম আরও বলেন, “টুনটুন মোহাম্মদপুর এলাকায় বুনিয়া সোহেলের নেটওয়ার্ক পরিচালনা করত। তার গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় অপরাধচক্র দুর্বল হবে।”
সিএনআই/২৫