রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) “আটাশের আহ্বান, নিঃস্বার্থ হোক রক্তদান” শ্লোগানকে সামনে রেখে বাঁধনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে রাবিপ্রবি ইউনিট, বিভাগীয় জোন-২ এর উদ্যোগে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি পালন করা হয়। এতে বৃক্ষরোপণ, রক্তদানে উৎসাহমূলক আলোচনা এবং কেক কাটার মাধ্যমে মানবতার সেবায় বাঁধনের অবিচল পথচলাকে উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। তিনি তাঁর বক্তব্যে রক্তদানের মতো মহৎ কাজে সবাইকে এগিয়ে আসার জন্য উদ্দীপনামূলক আহ্বান জানান।
এসময় তিনি বলেন, “নিঃস্বার্থ রক্তদানের এ মহৎ কাজের মধ্য দিয়ে মানবতার সেবায় বাঁধনের পথচলা অব্যাহত থাকুক।”
আলোচনা পর্ব শেষে উৎসবমুখর পরিবেশে কেক কাটার মাধ্যমে বাঁধনের ২৮ বছরের গৌরবময় পথচলার আনন্দ ভাগাভাগি করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঁধনের ২৮ বছর পূর্তি উদযাপন রাবিপ্রবি উপকমিটির আহ্বায়ক হাসিবুর রহমান মিশকাত।
উল্লেখ্য, বাঁধন ১৯৯৭ খ্রিষ্টাব্দের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়ে এখন দেশের সর্ববৃহৎ স্বেচ্ছায় রক্তদাতা সংগঠনে পরিণত হয়েছে। রাবিপ্রবি ইউনিট প্রতিষ্ঠার পর থেকে নিয়মিতভাবে রক্তদান কার্যক্রম, সচেতনতামূলক প্রচারনা এবং মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।