
আপনার সন্তান কথা বলতে শেখার পর থেকেই শুরু হয় একের পর এক প্রশ্ন— ‘এটা কী? ওটা কেন?’ এর পর আসে সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন— ‘কেন?’।
‘এটা এমন কেন?’, ‘ওখানে যাব না কেন?’— এমন অসংখ্য প্রশ্নে প্রায়ই ক্লান্ত হয়ে পড়েন বাবা-মায়েরা। কিন্তু এই প্রশ্ন করার প্রবণতার পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ মানসিক ও বিকাশজনিত কারণ।
৩ থেকে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে ‘কেন’ প্রশ্ন করার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়। গবেষণায় দেখা গেছে, ১৪ মাস থেকে ৫ বছর বয়সী শিশুরা প্রতি ঘণ্টায় গড়ে ১০৭টি প্রশ্ন করে, যার বেশিরভাগই ‘কেন’ দিয়ে শুরু।
এই বয়সে তাদের মস্তিষ্কে দ্রুত নতুন সংযোগ তৈরি হয়। তারা জানতে চায়, পৃথিবীর জিনিসগুলো কীভাবে কাজ করে। যখন তারা বুঝতে পারে বড়রা তাদের প্রশ্নের উত্তর দিতে পারে, তখন তারা আরও উৎসাহী হয়ে ওঠে। তাদের মনে হয়, প্রশ্ন করলেই তারা বড়দের মতো জ্ঞানী হয়ে উঠবে।
বিশেষজ্ঞদের মতে, ‘কেন’ প্রশ্নের মাধ্যমে শিশু কারণ ও ফলাফলের সম্পর্ক বুঝতে শেখে। তাই তাদের প্রশ্ন করা কখনোই নিরুৎসাহিত করা উচিত নয়।
যদি প্রশ্নের বন্যায় আপনি ক্লান্ত হয়ে পড়েন, তাহলে পরিবারের অন্য কাউকে উত্তর দেওয়ার দায়িত্ব দিন। কিন্তু শিশুকে প্রশ্ন করা থেকে আটকাবেন না— কারণ এই জিজ্ঞাসাই তার শেখার ভিত্তি গড়ে দেয়।
সিএনআই/২৫