জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে আড়াই দিনেই হেরে গেছে আফগানিস্তান। ইনিংস ও ৭৩ রানের ব্যবধানে হেরেছে হাশমতউল্লাহ শাহিদির দল। হারের ম্যাচে আরও একটি দুঃসংবাদ শুনল দলটি। শাস্তি পেয়েছেন আফগান অলরাউন্ডার ইসমাত আলম।
আইসিসির আচরণবিধি ভাঙায় তিরস্কার করা হয়েছে ইসমাতকে। পাশাপাশি নামের সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে এই অলরাউন্ডারের। ম্যাচ শেষে ইসমাতের শাস্তির কথা জানায় আইসিসি।
ইসমাত আচরণবিধি লঙ্ঘন করেন ম্যাচের দ্বিতীয় দিন, জিম্বাবুয়ের ইনিংসের ৯০তম ওভারে। দ্বিতীয় ডেলিভারিটি সোজা ব্যাটে খেলেন টাফাডজোয়া সিগা। বল ধরে ব্যাটসম্যানের দিকে ছুঁড়ে মারেন বোলার ইসমাত। আইসিসির নজরে তা আচরণবিধি লঙ্ঘন।
আইসিসির আচরণবিধির ২.৯ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন বিপজ্জনক বা অনুপযুক্তভাবে কোনো খেলোয়াড়ের দিকে বল কিংবা ক্রিকেট সরঞ্জাম ছুঁড়ে মারা শাস্তিযোগ্য অপরাধ। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে নিজের দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন ইসমাত। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
ক্যারিয়ারে ইসমাতের এটি দ্বিতীয় টেস্ট। এই ম্যাচের একমাত্র ইনিংসে ৫১ রান খরচায় ২ উইকেট নেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। ব্যাট হাতেও সুবিধা করতে পারেননি। দুই ইনিংসে করেন যথাক্রমে ৮ ও ১৬ রান।