
বান্দরবান থেকে গ্রেফতার হয়েছেন মুহাম্মদ আজিম (২৮) ও বৃষ্টি (২৮), যারা আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে এক বছরের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছিলেন। সিআইডির এলআইসি ও সাইবার পুলিশ ইউনিট তাদের সোমবার ভোরে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুগল শুধু নিজেরাই ভিডিও তৈরি করতেন না, বরং অন্যদেরও এই ব্যবসার সঙ্গে যুক্ত করার চেষ্টা করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা আন্তর্জাতিক ওয়েবসাইটে ভিডিও আপলোড করতেন এবং টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করে নতুন ক্রিয়েটর প্রলুব্ধ করতেন। ২০২৪ সালের মে মাসে প্রথম ভিডিও প্রকাশের পর এক বছরে তাদের ১১২টি ভিডিও দুই কোটি ৬৭ লাখেরও বেশি বার দেখা হয়েছে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মোবাইল, সিমকার্ড, ক্যামেরা, ট্রাইপড ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দের কার্যক্রম চলছে।
সিএনআই/২৫