
নারী ওয়ানডে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে শ্রীলংকার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে দারুণ সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৭ রানে হেরে গেল। এই হারে আসর থেকে ছিটকে গেছে টাইগ্রেসরা।
আজ সোমবার নাভি মুম্বাইয়ের ড. ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করা লংকানদের ২০২ রানে অলআউট হয় শ্রীলংকা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
বাংলাদেশ আগে ফিল্ডিংয়ে নেমে প্রথম বলেই উইকেট নেন দুর্দান্ত ফর্মে থাকা মারুফা আক্তার। লংকান ওপেনার বিশ্বমি গুনারত্নেকে এলবি করেন এই পেসার। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। অধিনায়ক চামারি আতাপাত্তু ও হাসিনি পেরেরা ৭২ রান তোলেন।
দলের হয়ে সর্বোচ্চ ৯৯ বলে ১৩টি চার ও ১টি ছক্কায় ৮৫ রান করেন পেরেরা। আর চামিরা ৪৩ বলে ৪৬ রানে দুর্দান্ত ইনিংস খেলেন।
তবে বাংলাদেশ বোলার স্বর্ণা আক্তারের দারুণ বোলিংয়ে বেশি দূর এগোতে পারেনি শ্রীলংকা। দলের তৃতীয় সর্বোচ্চ নিলাকশিকা সিলভা ৩৮ বলে ৩৭ রান করেন।
বাংলাদেশের লেগস্পিনার স্বর্ণা ১০ ওভারে ২৭ রানে ৩টি উইকেট নিয়েছেন। রাবেয়া খান নিয়েছেন ২টি উইকেট।
জবাবে বাংলাদেশ ইনিংসে অধিনায়ক নিগার সুলতানা ৯৮ বলে ৭৭ ও শারমিন আখতার ১০৩ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। তবে শেষ ওভারে ৯ রান দরকার হলেও চামারি আতাপাত্তুর বলে ৪ উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় বাংলাদেশ। হ্যাটট্রিকসহ ৪ উইকেট পান আতাপাত্তু