সাভারের বিরুলিয়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের হাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে মেরিটাইম ইউনিভার্সিটির মেঘনা ভবনের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।
প্ল্যাকার্ড ও ব্যানার হাতে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সারাদেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, তা এখন ভেঙে পড়ছে। দেশের বিভিন্ন স্থানে অপরাধ বেড়ে যাওয়ায় জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিইউপি শিক্ষার্থীর ধর্ষণের ঘটনা আইন-শৃঙ্খলার চরম অবনতির প্রতিচ্ছবি বলে মন্তব্য করেন তারা।
তাদের প্রশ্ন—চিহ্নিত মাদক ব্যবসায়ীরা জড়িত থাকা সত্ত্বেও প্রশাসন কেন এখনো তাদের গ্রেফতার করতে পারেনি? শিক্ষার্থীদের মতে, প্রশাসনের এই নীরবতা প্রমাণ করে তারা জনগণের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়েছে।
তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে এবং একটি নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
পরবর্তীতে মেঘনা ভবনের সামনে থেকে তারা বিইউপি শিক্ষার্থীদের সঙ্গে একত্র হয়ে মিরপুর-১০ পর্যন্ত পদযাত্রা ও বিক্ষোভে অংশ নেন।