রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট, এছাড়া আরও ৬টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, বিমানবাহিনী ও নৌবাহিনীর দুটি করে ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয় বলে জানিয়েছে আইএসপিআর।
অগ্নিকাণ্ডের কারণে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এদিকে, রিয়াদ থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আগুন লাগার পর সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, কার্গো ভিলেজে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা ছিল। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
সিএনআই/২৫