ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। তাদেরই একজন ফিলিস্তিনি স্কুলছাত্রী লিয়া। যুদ্ধ শুরুর আগ পর্যন্ত লিয়া ও তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ডালিয়া একসঙ্গে স্কুলে যেত এবং পড়াশোনা করত। কিন্তু এক ইসরায়েলি হামলায় নিহত হয় লিয়া।
মৃত্যুর আগে প্রিয় বন্ধু ডালিয়ার উদ্দেশে শেষ একটি চিঠি লিখেছিল লিয়া। যুদ্ধ শুরু হওয়ার আগে ডালিয়া একটি ছোট বাক্সে তার বন্ধুদের লেখা চিঠি ও ব্রেসলেটগুলো যত্ন করে রেখে দিয়েছিল। যুদ্ধ শেষে সেই বাক্সে সবকিছুই আছে—শুধু নেই তার প্রিয় বন্ধু লিয়া।
চিঠিতে লিয়া লিখেছিল, “আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সেরা বন্ধু। স্কুলে তোমার সঙ্গে প্রথম দেখা হওয়াটা আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। আশা করি তুমি কখনো আমাকে ভুলে যাবে না।”
সিএনআই/২৫