রাকিবুল হাসান মুন্না
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থী কল্যাণ ও উন্নয়ন পরিষদের ব্যানারে এই মিছিল শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা "তিস্তা বাঁচাও, উত্তরবঙ্গ বাঁচাও" শ্লোগানে মুখর হয়ে তিস্তা নদীর পানিবণ্টন ও মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
পদার্থবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়াম বলেন, "তিস্তা শুধু একটি নদী নয়, এটি উত্তরবঙ্গের অস্তিত্বের প্রতীক। এই নদী হারালে হারাবো কৃষি, জীববৈচিত্র্য ও আমাদের জীবিকা। তাই তিস্তা বাঁচানো মানে উত্তরবঙ্গকে বাঁচানো।"
বাংলা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, "জাতীয় নির্বাচনের আগেই আমরা তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই। ভারতের পানি আগ্রাসন রুখে দিয়ে ন্যায্য পানি বণ্টনের মাধ্যমে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে। এটি শুধু নদী রক্ষার নয় বরং আমাদের অস্তিত্বের লড়াই।"
মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তা রক্ষা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে উত্তরাঞ্চলের কৃষি, অর্থনীতি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই অবিলম্বে এই প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সিএনআই/২৫