চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নয়তলা ভবনটিতে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, “দুপুর পৌনে ২টার দিকে আগুনের খবর পাই। আমাদের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনো আগুন লাগার কারণ বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত নয়।”
কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধার তৎপরতা চলছে। আগুনের তীব্রতায় চারপাশে কালো ধোঁয়ার চাদর ছড়িয়ে পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, বাকিদের মরদেহ ডিএনএ পরীক্ষার পর শনাক্ত করা হবে।
চট্টগ্রামের এই নতুন অগ্নিকাণ্ডে আবারও শিল্পাঞ্চলের নিরাপত্তা ও অগ্নি-নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সিএনআই/২৫