নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার রাতে তিনি হাসপাতালে যাবেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও কিছু পুরোনো জটিলতার ফলোআপ চেকআপের জন্য এই সফর নির্ধারিত হয়েছে। চিকিৎসক দল তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।
এর আগে গত মাসেও শারীরিক জটিলতার কারণে খালেদা জিয়াকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন।
দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বিশেষ করে লিভার, কিডনি ও আর্থ্রাইটিসজনিত সমস্যায় তাঁকে নিয়মিত চিকিৎসা নিতে হয়। অতীতেও একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।
চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’-তে বিশ্রামে আছেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ অনুযায়ী এবারও তাঁকে হাসপাতালের বিশেষজ্ঞদের অধীনে পূর্ণ মেডিকেল চেকআপ করানো হবে।
চলতি বছর লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। দেশে ফিরে তিনি পারিবারিক ও রাজনৈতিকভাবে সীমিত পরিসরে সক্রিয় রয়েছেন। দলীয় সূত্র বলছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণ প্রয়োজন।
সিএনআই/২৫