শেখ শাহরিয়ার,জেলা প্রতিনিধি (খুলনা): সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি), খুলনা-র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত ইন্তেকাল করা সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর আত্মার মাগফেরাত এবং অসুস্থ সদস্যদের দ্রুত সুস্থতা কামনায় এ মাহফিলের আয়োজন করা হয়।
রোববার (১৩ অক্টোবর) বাদ মাগরিব সিইউসি স্কুল প্রাঙ্গণে (৬১, সাউথ সেন্ট্রাল রোড, নার্গিস মেমোরিয়াল হাসপাতাল, খুলনা) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইউসি’র অন্যতম উপদেষ্টা ও শ্রম আদালত খুলনার প্যানেল জাজেস মেম্বার রোটারিয়ান পিপি মোঃ ইফতেখার আলী বাবু, সংগঠনের সভাপতি মোঃ শাহিন হোসেন, সহ-সভাপতি শহিদুল্লাহ শহীদ, যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমণি, কোষাধ্যক্ষ মীমা আক্তার মনিকা, দপ্তর সম্পাদক কারীমা আক্তার, সিইউসি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজাহিদ হোসেন মিরাজ, শিক্ষক ঝরনা বেগম, মুফতি সাজিদুর রহমান, আকলিমা বেগম, হালিমা বেগম, মোঃ ফজলুল হকসহ সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিইউসি সংগঠনের সদস্য ও স্কুলের আরবি শিক্ষক মুফতি মাওলানা সাজিদুর রহমান।
দোয়া মাহফিল শেষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।