সাম্প্রতিক সময়ে অনলাইন প্ল্যাটফর্মে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর নাম ও লোগো ব্যবহার করে একাধিক ফেসবুক পেইজ, গ্রুপ ও একাউন্ট খোলার ঘটনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। এসব অননুমোদিত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রচার করা হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল তথ্য কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট https://brur.ac.bd/ এবং অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook.com/pr.brur-এর মাধ্যমেই প্রচার করা হয়। বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে পরিচালিত কোনো অননুমোদিত ফেসবুক পেইজ, গ্রুপ বা একাউন্টের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সম্পর্ক নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৫তম সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে পরিচালিত সকল অননুমোদিত ফেসবুক পেইজ, গ্রুপ ও একাউন্টের এডমিন এবং মডারেটরদেরকে তাদের নাম, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য আগামী ২৩ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে জমা দিতে অনুরোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা না দিলে সংশ্লিষ্ট অননুমোদিত পেইজ, গ্রুপ ও একাউন্টের এডমিন-মডারেটরদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম রক্ষায় সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে।