৫২ বছরে মালাইকার সঙ্গে ‘হালে পানি’ পেলেন না ২৯-এর রাশমিকা!
বলিউডের চিরচেনা ‘মুন্নি’ মালাইকা আরোরা আবারও প্রমাণ করলেন, বয়স শুধু সংখ্যা মাত্র। ৫২ বছর বয়সেও তিনি নিজের নাচের জাদুতে মুগ্ধ করলেন সবাইকে।
থাম্মার মিউজিক অ্যালবামের নতুন গান ‘পয়জন বেবি’ মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। গানের ভিডিওতে অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে একটি নাইট ক্লাবে হাজির হন রাশমিকা মান্দানা। সেখানে ডান্স ফ্লোরে মালাইকার আগমনেই বদলে যায় পুরো পরিবেশ।
রাশমিকা যতই চেষ্টা করুন, মালাইকার উজ্জ্বল উপস্থিতির সামনে যেন ফিকে হয়ে গেলেন। ভক্তদের কেউ লিখেছেন, “দু’জনের নাচ দুর্দান্ত, তবে মালাইকা এক ধাপ এগিয়ে।” কেউ আবার বলছেন, “রাশমিকাকে ছাপিয়ে গেলেন ৫২-এর গ্ল্যাম কুইন!”
গানটি গেয়েছেন জেসমিন স্যান্ডলাস, শচীন-জিগর, ও দিব্যা কুমার, আর গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। ইতিমধ্যেই গানটি ইউটিউবে সুপার ভাইরাল হয়েছে।
https://youtu.be/JYRtKF4wknQ?si=OlUhiYE8W8tCOBEX