।।শেখ শাহরিয়ার।। জেলা প্রতিনিধি (খুলনা)
খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুরের বাস্তুহারা মোড়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে তারা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন সংগঠনটির সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক ও আব্দুল্লাহ ওই এলাকার ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলারের কাছে চাঁদা দাবি করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের দু’জনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
খালিশপুর থানার ওসি (তদন্ত) মো. মুরাদ হোসেন মিলন বলেন, “বাস্তুহারা মোড়ে এক ওএমএস ডিলার পণ্য বিক্রি করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ওই দুই যুবক এসে চাঁদা দাবি করে। স্থানীয়রা তাদের আটক করে আমাদের খবর দেয়। পুলিশ এসে তাদের থানায় নিয়ে আসে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দ আব্দুল্লাহ সিকি নগরীর বাগমারা এলাকার মুরাদ আলীর ছেলে এবং আশিকুর রহমান একই এলাকার আজমলের ছেলে।