।।শেখ শাহরিয়ার।। জেলা প্রতিনিধি (খুলনা)।।
গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) ভোর ৫টার দিকে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মাথাভাঙ্গা এলাকায় একটি বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনী ও লবণচরা থানা পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় কুখ্যাত সন্ত্রাসী হীরা (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হীরা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতি গ্রামের আবু শেখের ছেলে। বর্তমানে তিনি খুলনার লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকায় বসবাস করছিলেন।
অভিযানে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১,১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
কেএমপি জানায়, গ্রেপ্তার হীরার বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।