প্রশ্ন: রাসুলুল্লাহ (সা.)-এর নাম শুনলে দরুদ না পড়া বড় পাপ বলা হয়। কিন্তু জুমার খুতবার সময় তো কথা বলা নিষেধ। তাহলে খুতবার মাঝে রাসুল (সা.)-এর নাম শুনলে কি দরুদ পড়া যাবে? যদি যায়, কীভাবে পড়তে হবে?
—আব্দুল মজিদ, রায়পুর
উত্তর: ইসলামী ফিকহ অনুযায়ী, জুমার খুতবার সময় রাসুলুল্লাহ (সা.)-এর নাম শুনলে মুখে উচ্চারণ করে দরুদ পড়া ঠিক নয়, কারণ খুতবার সময় কথা বলা নিষিদ্ধ। তবে অন্তরে বা মনে মনে দরুদ পাঠ করা যাবে।
অর্থাৎ, রাসুলুল্লাহ (সা.)-এর নাম শুনলে হৃদয়ে চুপিচুপি ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম’ বলা উচিত, কিন্তু মুখে উচ্চারণ করা যাবে না। এতে খুতবার মর্যাদা বজায় থাকবে এবং দরুদ পড়ার সওয়াবও পাওয়া যাবে।
তথ্যসূত্র:
আদ্দুররুল মুখতার, খণ্ড ২, পৃষ্ঠা ১৫৮
ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত, খণ্ড ৪, পৃষ্ঠা ৩৮৬
সমাধান: ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।