বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা।
প্রবাদপ্রতিম সংগীতগুরু লালন সাঁই, হাসন রাজা, শাহ আব্দুল করিম ও আব্বাসউদ্দীন আহমদের কালজয়ী গানগুলোর সঙ্গে যুক্ত হবে আইয়ুব বাচ্চুর গানও।
আর সেগুলো পরিবেশন করবেন ইমন চৌধুরী ও তার দল ‘বেঙ্গল সিম্ফনি’। তাদের সঙ্গে মঞ্চে থাকবেন শিল্পী অনি হাসান ও ডি রকস্টার খ্যাত তারকা শুভ।
ইমন চৌধুরী চীন থেকে বলেন, ‘বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি বিশেষ ঘটনা। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আয়োজনে প্রায় ৫০ দেশের কূটনৈতিক ব্যক্তিরা থাকবেন। তাই বিশ্ব দরবারে বাংলা গান তুলে ধরার এ এক বিশাল সুযোগ। আমরা সেটা করতে চাই।’
তিনি জানান, তার দল অনি হাসান ও ডিরকস্টার শুভর সঙ্গেও পারফর্ম করবে।
বাংলাদেশে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের উদ্দেশ্য—বাংলাদেশের সমৃদ্ধ সংগীত ঐতিহ্য ও সাংস্কৃতিক বহুমাত্রিকতাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা। আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে এবং বাংলাদেশের সংগীত ঐশ্বর্য আরও বেশি করে ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে।