‘আমাকে বাঁচান, পুলিশ পাঠান, আমাকে এখান থেকে নিয়ে যান’- এমন আতঙ্কিত কণ্ঠে ফেসবুক লাইভে সাহায্য চেয়েছেন ছোট পর্দার উঠতি অভিনেত্রী সানজিদা রিন্টু।
গতকাল রোববার সন্ধ্যার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি সরাসরি সম্প্রচারে এসে কান্নাজড়িত কণ্ঠে নিজের ওপর নির্যাতনের অভিযোগ করেন।
কিন্তু কিছুক্ষণ পর সেই লাইভ ভিডিওটি তিনি নিজেই মুছে দেন। ভিডিওর সময় দেখা যায়, ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, কোথাও ভাঙা কাঁচ, কোথাও ভাঙা আসবাবপত্র। এ সময় রিন্টুর পাশে দূরে বসে ছিলেন তার স্বামী, যাকে তিনি লাইভে উল্লেখ করেন “ডিভোর্স দেওয়া” ব্যক্তি হিসেবে।
লাইভে কাঁদতে কাঁদতে রিন্টু বলেন, ‘গত মাসে আমাকে তালাক দিয়েছে, তবুও এই বাড়ি ছেড়ে যাচ্ছে না। প্রতিনিয়ত আমাকে মারধর করছে। আজ আমাকে মেরে ফেলতে চায়। দয়া করে কেউ পুলিশ ডাকুন, আমি ঢাকা উদ্যান ৩ নম্বর রোডে আছি।
’তিনি আরও অভিযোগ করেন, ‘ওরা (স্বামীর পরিবার) চায় আমার আয়ে পুরো পরিবার চলবে। আমি পরিশ্রম করব, আর তারা ভোগ করবে। আমি যদি প্রতিবাদ করি, তখনই মারধর শুরু হয়।’
এসময় তিনি নিজের হাতে আঘাতের দাগ দেখাতে থাকেন, যদিও সেই চিহ্ন স্পষ্টভাবে বোঝা যায়নি। পরে স্বামী এসে ফোন কেড়ে নিলে লাইভটি হঠাৎ বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিয়ে আমাদের সময় অনলাইন থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়, তবে একাধিকবার কল দেওয়া হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সানজিদা রিন্টু এর আগে বেশ কিছু টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। তবে এখনো খুব বেশি আলোচিত কোনো চরিত্রে দেখা যায়নি তাকে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই অভিনেত্রীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে এখনো রিন্টু বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় পুলিশ ঘটনাটি জানার পর খোঁজখবর নিচ্ছে বলে জানা গেছে।