বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আগারগাঁও কার্যালয়ে এখন ব্যস্ত সময় চলছে। একসঙ্গে চারটি বিসিএস পরীক্ষার ফল ও কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যেই ৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
শিক্ষা ক্যাডারের জন্য আয়োজিত ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর। পিএসসি জানিয়েছে, প্রশাসনিক কোনো জটিলতা না থাকলে এই সপ্তাহেই ফল প্রকাশ করা হবে, না হলে পরের সপ্তাহে নিশ্চিতভাবে ফল প্রকাশ করা হবে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বলেন, “আমরা এখন একাধিক বিসিএসের ফল প্রস্তুতের কাজ করছি। ৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশে অগ্রাধিকার দেওয়া হয়েছে।”
এই বিশেষ বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করেছেন ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী—প্রতি পদের বিপরীতে ৪৫৬ জন করে প্রতিযোগিতা করছেন।
একইসঙ্গে ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা, ৪৬তম বিসিএসের উত্তরপত্র মূল্যায়ন এবং ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রস্তুতিও চলছে।
পিএসসি জানিয়েছে, এখন থেকে প্রতিবছর নভেম্বর মাসে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং পরের বছরের অক্টোবরের মধ্যেই ফল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।