মোঃ-জাহিদুল ইসলাম রুমন, সীতাকুণ্ড চট্টগ্রাম: ১২ অক্টোবর ২০২৫ ইংরেজি সন্ধ্যায় শিবপুরের এ্যামেলিয়া কমিউনিটি সেন্টারে সীতাকুণ্ড পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক প্রাণবন্ত পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু বক্কার এবং সঞ্চালনা করেন মোহাম্মদ সালাউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ ইউসুফ নিজামী, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর এ কে এম শামসুল আলম আজাদ, সদস্য সচিব সালেহ আহাম্মদ সলো, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেছা নার্গিস, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, পৌরসভা মহিলা দলের সভানেত্রী মাসুদা খায়ের, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু সিদ্দিক বাল্লা, সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান, ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন সিরাজী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন এবং ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ নওশাদ হোসেন বাবলুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি মোঃ জাকির হোসেন বলেন, “বিএনপির শক্তি আসে মানুষের ভালোবাসা থেকে। সেই ভালোবাসা ধরে রাখতে হলে তৃণমূল সংগঠনকে আরও গতিশীল ও আন্তরিক হতে হবে। ৯ নং ওয়ার্ডের এই ঐক্য আমাদের ভবিষ্যতের লড়াইকে অনেক শক্ত ভিত্তি দেবে।”
বিশেষ অতিথি মোঃ ইউসুফ নিজামী বলেন, “আজ যারা মাঠে আছে, তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে। তৃণমূলের পরিশ্রমই বিএনপিকে আবারও জনগণের হৃদয়ে ফিরিয়ে আনবে।”
এ কে এম শামসুল আলম আজাদ বলেন, “রাজনীতিতে সাফল্য আসে সংগঠনের শৃঙ্খলা আর পারস্পরিক শ্রদ্ধা থেকে। এই ওয়ার্ডের নেতারা সেই দৃষ্টান্ত তৈরি করছেন। আমাদের প্রত্যেকে যদি দায়িত্বশীল হই, বিএনপি আরও শক্তিশালী হবে।”
সদস্য সচিব সালেহ আহাম্মদ সলো বলেন, “আমরা নেতৃবৃন্দ মাঠে কাজ করছি, কিন্তু প্রকৃত শক্তি ওয়ার্ডের কর্মীরা। তারা যদি সক্রিয় থাকে, তাহলে কোনো বাধাই টিকতে পারবে না। আমাদের লক্ষ্য সংগঠিত বিএনপি গঠন, বিভক্ত নয়।”
মেহেরুন্নেছা নার্গিস বলেন, “মহিলা দল বিএনপির এক অবিচ্ছেদ্য অংশ। নারী কর্মীদের অংশগ্রহণ যত বাড়বে, আন্দোলন ততই বিস্তৃত হবে। আমরা ঘরে-বাইরে সমানভাবে লড়ে যাচ্ছি।”
এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন, “ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি লড়ছে। ৯ নং ওয়ার্ডের এই ঐক্য ও সংগঠনই প্রমাণ করে, বিএনপি এখনো মাঠে জীবন্ত ও অপ্রতিরোধ্য। আমাদের শপথ— গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত লড়াই চলবে।”
মাসুদা খায়ের বলেন, “আমরা নারী নেত্রীরা শুধু সমর্থক নই, মাঠের যোদ্ধা। নারী সমাজের অংশগ্রহণ ছাড়া কোন আন্দোলন সফল হয় না, তাই আমাদের সবাইকে একই লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সভাপতি মোঃ আবু বক্কার তার সমাপনী বক্তব্যে বলেন, “৯ নং ওয়ার্ড বিএনপি আজ ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও কার্যকর সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা পৌর আহ্বায়ক কমিটির নেতৃত্বে দলের প্রতি আস্থা ও আনুগত্য বজায় রেখে কাজ করে যাবো। আমাদের লক্ষ্য— জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা।”
সভা শেষে উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দলীয় স্লোগানে সভাকক্ষ মুখরিত হয়ে ওঠে।