জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব মো. এহছানুল হক। ছবি- সংগৃহীত
নিয়োগ পেয়েই গণমাধ্যমের মুখোমুখি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব মো. এহছানুল হক। দাবি করলেন, ‘আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি। কিন্তু দলীয় নির্দেশে কখনো কোনো কাজ করিনি, করিও না। ভবিষ্যতেও করবো না।’
রোববার (১২ অক্টোবর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তার কাছে প্রশ্ন ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব নিয়োগ নিয়ে দুই দলের (বিএনপি-জামায়াত) মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। জেলা প্রশাসক নিয়োগ নিয়েও এমন দ্বন্দ্ব হলে কীভাবে সামলাবেন? তারই জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেন নতুন জনপ্রশাসন সচিব।
আরও পড়ুন: জনপ্রশাসনের নতুন সচিব এহছানুল হক
এসময় এহছানুল হক আরও বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিরপেক্ষভাবে পালন করব।’
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হককে রোববার (১২ অক্টোবর) চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুপুর ১টার দিকে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেন। এসময় তাকে ফুল দিয়ে বরণ করেন কর্মকর্তারা।
নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনের বড় দায়িত্ব দেওয়া হলো- এ বিষয়ে এহছানুল হক বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের যেভাবে দায়িত্ব পালন করতে বলবে, সেভাবেই করব।’
নির্বাচনকে সামনে রেখে এ দায়িত্বকে চ্যালেঞ্জ মনে করছেন কি না- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিশ্চয়ই নির্বাচন একটা চ্যালেঞ্জ। আমি আশা করি, আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন, ওনারা যেভাবে বলবেন, প্রশাসন সেভাবে চলবে।’
এহছানুল হক বলেন, ‘আমি মনে করি, ‘আমাদের মাঠ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন যেভাবে বলবে, সেভাবে দায়িত্ব পালন করা হবে।’
রাজনৈতিক কোনো পক্ষপাত থাকবে কি না প্রশ্নে তিনি বলেন, ‘প্রশ্নই আসে না। আমি আশা করছি, আমার অফিসাররা এরকম করবে না। আগেও তো নির্বাচন হয়েছে, ২০০৯ সালেও নির্বাচন হয়েছে, এর আগেও হয়েছে। আমাদের অফিসাররা তো খারাপ করেনি। আমরা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ পাই, ডেফিনেটলি আমার অফিসাররা সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। সেই সুযোগটুকু দেওয়ার মালিক আমাদের প্রধান নির্বাচন কমিশনার।’
সে সুযোগ পাবেন বলে আপনি মনে করছেন? এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, ‘নিশ্চয়ই, প্রধান নির্বাচন কমিশনারের ওপর আমার আস্থা আছে। আমি মনে করি, উনি একটা সুন্দর নির্বাচন দেবেন। প্রধান উপদেষ্টাও বলেছেন, সবচেয়ে সুন্দর নির্বাচন হবে।’
এই দায়িত্ব পেয়ে আপনি কি অনেক খুশি? এমন প্রশ্নের জবাবে এহছানুল হক বলেন, ‘এটাকে আমি ট্রান্সফার (বদলি) হিসেবে ধরছি। ওখানেও আসলে খারাপ ছিলাম তা না।’
বিগত জনপ্রশাসন সচিব নানা অভিযোগের ভিত্তিতে চলে গেছেন, আপনি সে জায়গায় কতটা স্বচ্ছ থাকবেন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ব্যাচমেট উনি, ওনার সম্পর্কে কিছু বলব না। আমি আমার সম্পর্কে বলতে পারি, আমি কখনো নিরপেক্ষতা হারাইনি।’