১২ অক্টোবর ২০২৫, ঢাকা
জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচি থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করা হয়। এরপর প্রেস ক্লাব এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
পুলিশ প্রেস ক্লাবমুখী অগ্রসর হলে শিক্ষকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণে তারা কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হলেও পরে শহীদ মিনারমুখী সরে regroup করেন। মাইকে শিক্ষক নেতারা সবাইকে শান্ত থেকে একত্রিত থাকার আহ্বান জানান।
এদিকে আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল দুপুরে সচিবালয়ে যান। তারা অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠক করেন বলে জানা গেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন। তার সঙ্গে ছিলেন সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন হেলালী, অধ্যক্ষ আলাউদ্দিন, শান্ত ইসলামসহ অন্যান্য শিক্ষক নেতা।
শিক্ষক নেতারা জানান, তারা দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর বৈষম্য দূর, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, সর্বজনীন বদলির সুযোগ এবং এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন।
এর আগে গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। পরবর্তীতে তারা ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করে এবং বিভাগীয় শহরগুলোতে শিক্ষক সম্মেলনের আয়োজন করে।
শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি না হলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।