১২ অক্টোবর ২০২৫,সিলেট
সিলেটে নাজুক যোগাযোগব্যবস্থার উন্নয়নের দাবিতে এক ঘণ্টার প্রতীকী কর্মসূচি পালিত হয়েছে। রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের কোর্ট পয়েন্ট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
সাবেক সিটি মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর আহ্বানে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিকে ঘিরে পূর্ব ঘোষণামাফিক নগরের অধিকাংশ বিপণিবিতান ও দোকান বন্ধ রাখা হয়। পাশাপাশি পরিবহনচালকেরাও যানবাহন বন্ধ রেখে আন্দোলনে সংহতি প্রকাশ করেন। এতে এক ঘণ্টার জন্য নগরের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে।
সমাবেশে বক্তারা ঢাকা–সিলেট মহাসড়ক সংস্কার, রেল ও আকাশপথের সেবা উন্নয়ন, বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে আনা, বিদ্যুৎ ও পানি সংকট দূর করার দাবি জানান।
আরিফুল হক চৌধুরী বলেন, “মৌলিক নাগরিক অধিকার থেকে সিলেটবাসী আজও বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, গ্যাস, বিদ্যুৎ ও যোগাযোগ—প্রতিটি খাতে বৈষম্যের শিকার হচ্ছে এ অঞ্চলের মানুষ।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে সিলেটবাসীকে অবহেলায় ফেলে রাখা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে যোগাযোগব্যবস্থার উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ না নিলে সিলেটের মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”