রাঙামাটির নানিয়ারচরে নৌকা ডুবির ৬১ ঘন্টা পর নিখোঁজ শিক্ষার্থী জিতেশ দেওয়ানের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নানিয়ারচর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ৯টার দিকে রাঙামাটির নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় কাপ্তাই হ্রদের চেঙ্গী খালে নৌ দুর্ঘটনায় ডেনিজেন চাকমা ও জিতেশ দেওয়ান পানিতে ডুবে নিখোঁজ হন। এরপর গত বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলের পাশে কচুরিপানার নিচ থেকে ডেনিজেন চাকমার (১৮) মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দলের অসীম চাকমা বলেন, ‘নৌকাডুবির ঘটনায় বাকি নিখোঁজ জিতেশ দেওয়ানের (১৮) মরদেহ শুক্রবার সকালে মহাজনপাড়া ‘জালের খোপের’ পাশ থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, জিতেশ দেওয়ান খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।