চট্টগ্রামে এক ফিশিং বোট মালিকসহ ১৮ জন জেলে গত ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সোমবার ফিশিং বোট মালিক আলী আকবরের স্ত্রী সেলিনা আক্তার বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় তিনি চট্টগ্রামের সদরঘাট নৌ থানায় জিডি করেছেন।
নিখোঁজ জেলেদের সন্ধান পেতে কোস্টগার্ড এবং নৌ বাহিনীকে অবগত করা হয়েছে। তাদের উদ্ধারে পুলিশও কাজ করছে।
নিখোঁজ জেলেরা গত ১৩ সেপ্টেম্বর রাতে নগরীর বাকলিয়া থানার নতুন ফিশারিঘাট থেকে ‘এফ বি খাজা আজমীর’ নামের ফিশিং বোট নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যান। নির্ধারিত সময়ের মধ্যে না ফেরায় তাদের খোঁজে দিশেহারা পরিবারের সদস্যরা।
১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে সেলিনা আক্তারের সঙ্গে তার স্বামীর সর্বশেষ ফোনালাপ হয়েছিল। এরপর থেকে তার ব্যবহৃত নম্বরসহ অন্য স্টাফদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায় বলে তিনি জিডিতে উল্লেখ করেন।
সেলিনা আক্তার বলেন, প্রথমে ভেবেছিলাম সাগরে নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তো মোবাইলে পাওয়া যাচ্ছে না। কিন্তু টানা ১০ থেকে ১১ দিন অপেক্ষার পরও তাদের কোনো খোঁজ না পাওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। পুলিশসহ বিভিন্ন সংস্থার কাছে গিয়েছি; কিন্তু তাদের কাছ থেকেও কোনো খবর পাচ্ছি না।
সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েই নিখোঁজ জেলেদের সন্ধানে কয়েকজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেদিন তারা কর্ণফুলী নদী থেকে যাত্রা করেছে, ওই দিনই সর্বশেষ মহেশখালী মাতারবাড়ি পর্যন্ত তাদের মোবাইলগুলো সচল ছিল। এরপর থেকে তাদের মোবাইলগুলো বন্ধ পাওয়া যাচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করছি, নিখোঁজ জেলেরা আরাকান বাহিনী কিংবা কোনো জলদস্যু গ্রুপের হাতে জিম্মি। বিষয়টি কোস্টগার্ড এবং নৌ বাহিনীকেও অবগত করা হয়েছে।