ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ বাণী অর্চনা সংসদ, ডুয়েট-এর আয়োজনে শারদীয়া দুর্গাপূজার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।
আজ ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় তিনি পূজামণ্ডপ পরিদর্শন ও পূজা উৎসবের আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। পূজা যাতে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দুর্গাপূজা সম্পন্ন করার জন্য প্রশাসন ও আয়োজকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তিনি পরিচ্ছন্নতা, আলোকসজ্জা ও নিরাপত্তার বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়ার কথা বলেন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন আরও বলেন, 'আমরা আমাদের প্রাণের ডুয়েটে সর্বোত্তম পারস্পরিক শ্রদ্ধা এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য পরিবেশ গড়ে তুলব।' এ সময় উপাচার্য সকল ধর্মাবলম্বীদের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।