মেহেদী হাসান, রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে পরিবেশ রক্ষায় তামাক চাষ বন্ধের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য ছাত্র ফোরাম। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা শাখার উদ্যোগে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে শহীদ মিনার থেকে প্রেস ক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। কর্মসূচির মূল লক্ষ্য ছিল—পার্বত্য চট্টগ্রামের ভুমিতে তামাকসহ পরিবেশ ক্ষতিকর কোনো চাষাবাদ যেন না হয়। একই সঙ্গে সচেতন ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী সামাজিক সচেতনতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম ও মিনহাজ মুরশিদ। পার্বত্য ছাত্র ফোরামের আহ্বায়ক তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো: আলমগীর, পারভেজ মোশাররফ হোসেন, সদস্য জাহিদুল ইসলাম রনি, রিয়াজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে তামাক চাষের কারণে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, বন উজাড়ের ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে এবং খাদ্য উৎপাদন কমে স্থানীয় খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে। তামাক শুকানোর জন্য বিপুল পরিমাণ কাঠ পোড়ানোয় বনভূমি ধ্বংস ও বায়ুদূষণ বেড়ে যাচ্ছে। একটি সমীক্ষা অনুযায়ী, বিশ্বব্যাপী বন ধ্বংসের ২-৩% এর জন্য দায়ী তামাক চাষ।
তারা আরও বলেন, তামাক চাষে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক মাটির স্বাভাবিক গঠন নষ্ট করছে, ঘন ঘন জমি চাষের কারণে মাটিক্ষয় বাড়ছে এবং উর্বর জমি অনুর্বর হয়ে পড়ছে। এর ফলে খাদ্য শস্যের উৎপাদন হ্রাস পাচ্ছে, যা ভবিষ্যতে ভয়াবহ সংকট সৃষ্টি করতে পারে।
এসময় বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে তামাক চাষ বন্ধে আইন প্রণয়ন ও তা কার্যকর করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা।