মেহেরপুরের গাংনী উপজেলার ৮নং ধানখোলা ইউনিয়নের চিৎলাতে জাতীয়তাবাদী মহিলা দলের ওয়ার্ড কাউন্সিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা পারভীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু।
মহিলা দলের সাধারণ সম্পাদক খালেদা ইয়াসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান।
এছাড়া বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, ধানখোলা ইউনিয়ন খ অঞ্চলের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্টু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিয়ানুর রহমান মাস্টারসহ মহিলা দলের বিভিন্ন শাখার নেত্রীরা।
কর্মী সমাবেশ শেষে উপজেলা মহিলা দলের সভানেত্রী ৪নং ওয়ার্ড কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মোছা: মোমেনা খাতুন, সিনিয়র সহ-সভাপতি মোছা: শহিদা খাতুন, সহ-সভাপতি ছানুয়ারা খাতুন, সাধারণ সম্পাদক লিপি আরা খাতুন, সহ-সম্পাদক সূর্যিনা খাতুন এবং সাংগঠনিক সম্পাদক মিলি আক্তার বর্ষা।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি লাল মোহাম্মদ লালু, গ্রাম বিএনপির সভাপতি হামিদুল ইসলাম প্রমুখ।