সানজিদা খানম ঊর্মি, গবি সংবাদদাতা: দীর্ঘ সাত বছর পর গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হতে যাওয়া কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে উঠেছে। প্রার্থীদের প্রচারণা, পোস্টার আর সমর্থকদের শোডাউনের মধ্যে শিক্ষার পরিবেশে প্রভাব পড়ায় শিক্ষার্থীরা প্রশাসনের কাছে পরীক্ষা পিছানোর আবেদন করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এপ্রিল-অক্টোবর সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নির্ধারিত সেপ্টেম্বরের পরিবর্তে নতুন রুটিন অনুযায়ী ১৬ অক্টোবর থেকে শুরু হবে। সংশোধিত সময়সূচি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।
বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল হক বলেন, “আমাদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ৬ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু খেলাধুলা ও নির্বাচনী ব্যস্ততার কারণে আমরা পরীক্ষা পেছানোর দাবি জানাই। প্রশাসন নতুন রুটিন দিয়েছে, তাতে আমাদের আপত্তি নেই, তবে কোর্সভিত্তিক পর্যাপ্ত বিরতি রাখা হয়নি। এ বিষয়ে প্রশাসনের আরও নজর দেওয়া দরকার।”
আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ছাত্র সংসদ নির্বাচন। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর গবিতে ফিরেছে নির্বাচনী আমেজ।